দেশজুড়ে

চলন্ত অটোরিকসা থেকে পড়ে কৃষকের মৃত্যু

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর টুপামারীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে শমসের আলী (৫৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে নীলফামারী-রামগঞ্জ সড়কের রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের আলী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ফুটানির হাটের মৃত. নজর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে নীলফামারী যাচ্ছিলেন তিনি। পথে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক ভাবে আহত হয়। পরে কয়েকজন ছাত্র তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কলেজ ছাত্র রাকিব ইসলাম জানান, ‘আমি ও আমার বন্ধুরা মিলে বৃদ্ধ লোকটিকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যাই৷ অবস্থা স্থীতিশীল দেখে হাসপাতাল কতৃপক্ষ লোকটিকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন। আমরাই লোকটিকে রংপুর মেডিকেলে নিয়ে যাই এবং রংপুর মেডিকেলেই লোকটি মারা যায়৷’

এবিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘এ ধরনের দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি। এলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button