জলঢাকায় মাইক্রোবাস চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

0
96

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) নীলফামারী-জলঢাকা সড়কের দক্ষিণ দেশিবাই ডাক্তার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় , কাঁঠালী ইউনিয়নের দুলাল রহমানের ছেলে মারুফ রাস্তা পারাপারের সময় জলঢাকা থেকে নীলফামারীগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যু ঘটে। এসময় তার মাথার মগজ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে যায়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন জানান, ‘ছাগল নিয়ে সড়ক পাড়াপাড়ের সময় ঘটনাস্থলে নীলফামারীগামী একটি মাইক্রোবাস চাপা দিলে মারা যায় সে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে প্রয়োজনীয় পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।’

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির জানান, ‘কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা যায়নি। তবে মাইক্রোবাসটি চিহিৃত করার চেষ্টা চলছে।’