নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
116

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মাহিন নামে তিন বছর বয়সী এক শিশুর। শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বন্দর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের রিক্সাচালক আমির হোসেনের একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে মা মনুছা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। খবর পেয়ে শিশুটির ঢাকায় অবস্থানরত রিক্সাচালক বাবা বাড়ির পথে রওনা দিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহিনের মা ঘরের মেঝে মুছামুছির কাজে ব্যস্ত ছিল। বাড়ির উঠানে খেলছিল তার সন্তানটি। হঠাৎ করে শিশুটি বাড়ির পেছনে চলে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। এলাকার মানুষজন তা দেখতে পেয়ে দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পুলিশকে অবগত করে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়ার হয়েছে। তবে শিশুটির বাবা ঢাকা থেকে আসার পর লাশ দাফন করা হবে।