বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে ডি এ তায়েব ও পরীমনির সিনেমা

চয়নিকা চোধুরীর পরিচালনায় ‘কাগজের বউ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ডি এ তায়েব ও পরীমনি। সিনেমাটি নির্মিত হয়েছে শুধু ওয়েবের জন্য। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন চিত্রনায়ক ডি এ তায়েব নিজেই।

তিনি বলেন, ‘‘এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি আলোচনা। তবে শিগগিরই দর্শকদের প্রিয় কোনো প্লাটফর্মে এটি দেখা যাবে।’’

ডি এ তায়েব আরও বলেন, ‘‘সিনেমাতে পরীমনি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। গরিব এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে এগুতে থাকে সিনেমার গল্প।’’

তিনি আরও বলেন, ‘‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’’

‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমাতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button