শাহজাদপুরে বিষ্ময়কর ঝুলন্ত বাগান গড়ে তুলেছেন শামীম

0
241

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা মহল্লার হাজী আবু শামার ছেলে বৃক্ষপ্রেমিক শামীম দেড় যুগ ধরে বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে বাড়ির উঠান, শয়ন কক্ষ, বারান্দা, দেয়াল দেয়ালে, গাছের ডালে ডালে, দোকনের সামনে এমনকি বাথরুমেও অদ্ভূদ অদ্ভূদ পাত্রে বিচিত্র নানা গাছ ঝুলিয়ে বিষ্ময়কর ঝুলন্ত বাগান গড়ে তুলেছেন । শামীম ছোটবেলায় শুনেছিলেন ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা। সেই শূন্য উদ্যানের কল্পনাই এ বাগান তৈরিতে তাকে প্রেরণা জুগিয়েছে।

প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন স্থান ধেকে ক্যাকটাস, মানি প্লান্ট, বাগান বিলাস, বাঁশ পাম্প, পাতাবাহার, কাঠগোলাপ, শতমূল, ঝাউ, তুলসি, এ্যালোভেরা, কয়েনলিলি (ওয়াটার প্লান্ট), পাথরচূড়া, জবা, গোলাপ, হাসনাহেনা, মেঘকুমারী, দুধকম্বল, আঙ্গুরসহ নান্দনিক, বাহারী ও বিরল জাতের শতশত গাছের চারা সংগ্রহ করে তা ডিমের খোসা, বৈদ্যুতিক ভাল্ব, নারিকেলের খুলি, ফ্লাক্সের ভ্যাকিয়্যুম টিউব, ছাইদানী, পরিত্যাক্ত পিকচার টিউব, খেলনা নৌকা, ছোট ছোট অদ্ভূদ নানা কাচ ও প্লাষ্টিকের পরিত্যাক্ত নানা পাত্রে চারা রোপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বিষ্ময়কর এ ঝুলন্ত বাগান তৈরি করেছেন বৃক্ষপ্রেমিক শামীম যা স্বচোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই।