রাজধানী

বাংলাদেশের ইউনানি চিকিৎসা বিজ্ঞান নিয়ে উন্মুক্ত আলোচনা

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ইউনানি চিকিৎসা বিজ্ঞান নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামটরে হামদর্দের হেড অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনায় ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসাখাতের খ্যাতিমান ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান হামদর্দ বাংলাদেশের মোতাওয়াল্লি ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি চেয়ার অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি । অনুষ্ঠানে বাংলাদেশের আপামর মানুষের কাছে ইউনানি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট খাতে নতুন নতুন গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস ড. নাদিরা কাজমি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আবুল খায়ের, হামদর্দ বাংলাদেশের পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুরের অধ্যক্ষ ডা. স্বপন কুমার দত্ত, একই প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ডা. তাইবুর রহমান, ইউনানি বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান মিলন, তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকীম মাহবুবুর রহমান সাকী, চাঁদপুর ইউনানি মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম শাহেদ পাটোয়ারী, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি বিভাগের প্রধান ডা. খায়রুল আলম, একই বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক বিভাগের প্রধান ড. বাবুল আক্তার ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button