ফিনল্যান্ড-সুইডেনকে হুঁশিয়ারি রাশিয়ার

0
105

ফিনল্যান্ড ও সুইডেনকে ফের হুঁশিয়ারি দিলো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, ন্যাটোতে যোগদানের পরিণতি ফিনল্যান্ড ও সুইডেনের বোঝা উচিত। শুক্রবার (১৫ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ফিনল্যান্ড ও সুইডেনের কর্তৃপক্ষের ওপর পছন্দ নির্ভর করছে। কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপিয়ান নিরাপত্তার স্থাপত্যের জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি তাদের বোঝা উচিত।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দিলে রাশিয়া এ অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেবে। একই সঙ্গে জোরদার করবে প্রতিরক্ষাব্যবস্থা।

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার এদিকে গত বুধবার বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, ‘তার দেশ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’