রাণীশংকৈলে ১ বৈশাখ (নববর্ষ) উদযাপিত

0
86

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৪ এপ্রিল সাড়ম্বরে ১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ পৃথকভাবে পৌর শহরে র ্যালি বের করে।পরে তারা ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বৈশাখ উদযাপন পরিষদ সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ,অধ্যক্ষ মহাদেব বসাক, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী প্রমুখ। পরে সহকারী অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায়, রাণীশংকৈল। সংগীত বিদ্যলয়ের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।