রাজনীতি

এই বৈশাখে জাগো নব আনন্দে: এবি পাটি

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: বাঙালির আত্মপরিচয়ের অনুসন্ধান এবং অসাম্প্রদায়িকতার মর্মবাণী তুলে ধরাই বাংলা নববর্ষের সকল আয়োজনের মূল কথা। করোনা মহামারির কারণে আগের দুটি নববর্ষ আমরা সেভাবে উদযাপন করতে পারিনি। তাই এবারের নববর্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ-একথা মানতেই হবে।

এ বছর আবার বর্ষবরণ হবে রমনা বটমূলে। গত দু’বছর ধরেই আমরা ঘরবন্দী ছিলাম। সেসময়টায় বিশ্বব্যাপী নেমে এসেছিল ‘মানবিক-সামাজকি-মানসিক ও অর্থনৈতিক বিপর্যয়।’ সেই ধ্বংসস্তুপ থেকে আলোর পথে হাঁটতে এবারে বাঙালি সমবেত হতে চাইছে নববর্ষে রমনার বটমূলে। শত দুঃখ সত্ত্বেও নিশ্চয় এবারের নববর্ষে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাই যুক্ত হবেন এই আনন্দযজ্ঞে। নব আনন্দে জাগবে মানুষ এটাই এবি পাটির প্রত্যাশা ।

পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ শুভ নববর্ষ পহেলা এবি পাটির পক্ষ থেকে দেশবাসীসহ সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা । এই নতুন বছরটি যেন আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ – শান্তি ও সমৃদ্ধি সেই কামনা করছি আমাদের দল এবি পাটির পক্ষ থেকে ।

পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা ( ১৪ এপ্রিল বৃহস্পতিবার-) রাজধানীর বিভিন্ন স্থানে পথচারী ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি ) ঢাকা মহানগরী দক্ষিণ এক ব্যতিক্রমী আয়োজন করে। বাংলা বছরের প্রথম দিনে মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক, সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, জামালপুর জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, যুবনেতা এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর দক্ষিণের নেতা আব্দুল হালিম খোকন, মিনহাজুল আবেদীন শরীফ, কামাল হোসাইন, শাহজাহান ব্যাপারী, সাইফুল মির্জা, রাশেদুল ইসলাম, আব্দুল মান্নান, একে আজাদ সহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button