দেশজুড়ে

ধামরাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ -১৪২৯ উদযাপন

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বর্ষবরণ অনুষ্ঠান বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান- বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত দুই বছরের প্রাণহীন পহেলা বৈশাখ পেরিয়ে এবছর সারা দেশের ন্যায় প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনের মাধ্যমে বাঙালির আবহমান ঐতিহ্যের ধারক ও বাহক বাংলা নববর্ষ-১৪২৯ আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়৷
এসো হে বৈশাখ –
“নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে”

বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে – পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২২) সকাল ৯ টায় সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন যাত্রাবাড়ী মাঠ থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা যেটি ইউনেস্কো কতৃক স্বীকৃত হেরিটেজ এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা,,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা – সদস্যবৃন্দ।

মঙ্গল শোভাযাত্রা শেষে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ধামরাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ,দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ধ্রুব সঙ্গীত নিকেতন এর শিল্পীবৃন্দ সহ ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সঙ্গীত পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button