বৈশাখের আকাশ মেঘলা, বিকেলে বৃষ্টির আভাস

0
88

বৈশাখের প্রথম দিন ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু রাজধানী শহরে সারাদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আভাস আবহাওয়া অফিসের।

তবে গত কয়েকবছরের আবহাওয়া বিশ্লেষণে ধারণা করা যায় বৈশাখের প্রথমদিন সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হতেই পারে।

এই মৌসুমে হঠাৎ করেই বৃষ্টি হয় আবার হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়। আর বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে ভ্যাপসা গরম।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম এবং বহুনায় এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃটিও হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।