রাজধানী মোহাম্মদপুরে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছে সামাজিক সংগঠন: তোহফা


মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না; ও বন্ধু’ বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে। ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই। আছে তাঁর গান। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে। আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে কি দাঁড়াচ্ছি? অবশ্যই অনেকে দাঁড়াচ্ছেন। আরো অনেক বেশি মানুষকে আমরা দেখতে চাই। আসুন, আমরা মানবতার হাত বাড়াই। সাধারণ মানুষের পাশে দাঁড়াই। তেমনি একটি সামাজিক সংগঠন তোহফা- For Mankind।
প্রতিদিনের মতো আজ ১২ এপ্রিল ২০২২ রোজ বুধবার রাজধানী মোহাম্মদপুরে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন তোহফা- For Mankind ।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, রতন শাহিন, মোহাম্মদ রাফিদ, সাজ্জাদ হোসেন, সাহরিয়ার, আদনান, জুনায়েদ, হাফিজুল, তানভির, মীর মোহাম্মদ রাশেদ এবং মোঃ জাবেদ খাঁন
প্রতিদিন সেহরি ও ইফতারের প্যাকেট নিয়ে বিভিন্ন পথে হাজির হচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। করোনার দুঃসময়ে সেহরি ও ইফতার প্যাকেট পেয়ে খুশি সামর্থ্যহীন রোজাদাররা।
দফায় দফায় বিধিনিষেধ আর করোনা মহামারীতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। তার ওপর রোজার বাজারের প্রভাব। এমন দুঃসময়ে যেখানে বেঁচে থাকাই সংগ্রাম, সেখানে নানা পদের সেহরি ও ইফতার সে তো কল্পনা মাত্র। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন পথে পথে সেহরি ও ইফতার বিতরণ করছে তোহফা For Mankind ।
তোহফা- For Mankind নিজস্ব ও সমাজ সেবক অর্থায়নে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ উল্লেখ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বলেন, দরিদ্র মানুষকে সেহরী ও ইফতার দেওয়া ও বিভিন্ন ভাবে তাদের সাহায্য করাই মূল উদ্দেশ্য।
জানা যায়, “তোহফা- For Mankind সংগঠন” নামে একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় পথচারী ও দুস্থদের কথা চিন্তা করে ৩ এপ্রিল রবিবার বিকালে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছেন।
বিভিন্ন শ্রেণির পেশার মানুষ যেমন, রিকশাওয়ালা, ভ্যানচালক যাদের বেশিরভাগ সময় রাস্তায় কাটে তারা এখান থেকে ইফতার ও সেহরী সংগ্রহ করেন ।
করোনায় দুস্থ ও অসহায় রোযাদার ব্যক্তির মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে সারা দেশে মাসব্যাপী তোহফা- For Mankind সংগঠন। প্রতিদিন সাড়ে ১০০ থেকে ৩০০ প্যাকেট খাবার তৈরি করে তা পৌঁছে দিচ্ছেন ক্ষুধার্ত মানুষের হাতে। আর এ কাজেই আনন্দ খুঁজে নিয়েছেন তোহফা- For Mankind সংগঠন এর কর্মীরা।
প্রাকৃতিক নানা দুর্যোগে জেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরনের কল্যাণকর কাজে আরও অংশগ্রহণ বাড়ানোর আশা সংগঠনের সকল কর্মীদের ।
তোহফা- For Mankind এর কর্মী রতন শাহিন বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ‘তোহফা’ রমাদ্বান মাসব্যাপী গরিব, অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে সাহরি ও ইফতার বিতরণ কার্যক্রম চলবে। কিন্তু বর্তমানে প্রচুর অর্থের প্রয়োজন, আপনাদের সহযোগিতা না পেলে হয়তো শেষ রমাদ্বান পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালানো সম্ভব হবে না। তাই বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমাদের কার্যক্রমটি বিরতিহীনভাবে করা সম্ভব হবে। তাই এই বরকতময় মাসে আসুন সবাই গরীব-দুঃখীদের পাশে মানবতার হাত বাড়িয়ে দেই।