বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
97

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ব্র্যাকের বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। “নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাঁধা” যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এ সভার আয়োজন করে।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ মুনীর হুসাইন খানের সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,ব্র্যাকের সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচী (সেলপ) এর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম, ব্যবস্থাপক ইউনুস আলী ভূঁইয়া ও সেলপ অফিসার সুরাইয়া পারভীন উপস্থিথ ছিলেন।

আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, সমমনা এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্টার, ধর্মীয় প্রতিনিধি, যুব প্রতিনিধিরা।সমন্বয় সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধের চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগে গ্রহণ এসব বিষয়ে আলোচনা করেন বক্তরা।