সংবাদ প্রকাশের পর বাগমারায় ৩ ইট ভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

0
92

রুস্তম আলী শায়ের,বাগমারা প্রতিনিধিঃ তরঙ্গ নিউজ সহ কয়েক একটি গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাগমারায় তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট সৌরভ হোসেন।

মঙ্গলবার ১২ এপ্রিল, অভিযানে তিনটি ইট ভাটার কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে শালমারা বিগোপাড়া মোড়ে অবস্থিত ইট ভাটার মালিক আবুল কালাম আজাদের ৫০ হাজার এবং বিন্দুর মোড়ের ইট ভাটার মালিক আলতাফ হোসেন মেম্বারের ১ লাখ।

অপরদিকে বিন্দুর মোড়ের মুস্তাক হোসেনের ইট ভাটায় কাউকে না পাওয়ায় ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন থেকে ওই সকল ইট ভাটার মালিক ভাটা চালিয়ে আসছিল। পরিবেশের ক্ষতি করায় স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে।

সিনিয়র ম্যাজিস্ট্রেট সৌরভ হোসেন জানান, অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য : গত ৭ এপ্রিল, নতুন সময় ‘বাগমারায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটা, পুড়ছে কাঠ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।