হিলি রেলস্টেশনে ক্লোজ ডাউন প্রত্যাহার, যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি

0
126

হিলি প্রতিনিধি: হিলি রেলস্টেশনে ক্লোজ ডাউন প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। এতে করে ট্রেন দাঁড়াচ্ছে ১ নং লাইনে, স্বস্তি ফিরেছে ট্রেন ভ্রমনকারী ও সাধারণ যাত্রীদের মাঝে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবর্তী।

তিনি আরো বলেন,জনবল সংকট দেখি হিলি রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ছিলো। টানা ৬ দিন বন্ধ থাকার পর আবারো স্টেশন মাষ্টারের পাশাপাশি পয়েন্টম্যান নিয়োগ দেওয়া হয়েছে এই স্টেশনের। এখন থেকে পূর্বের নিয়মে হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন গুলো ১ নাম্বার লাইনে দাঁড়াচ্ছে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে নির্মিত দেশের প্রাচীনতম দিনাজপুরের হিলি রেলস্টেশনটিকে জনবল সংকটের কারণ দেখিয়ে চলতি মাসের গেলো ৩ এপ্রিল ক্লোজিং ডাউন ঘোষণা করেছিলো কতৃপক্ষ। এতে সকল ট্রেন প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে না দাঁড়িয়ে ২ নম্বরে দাঁড়াচ্ছিলো এতে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের।