গোপালপুরে তথ্য আপার উঠান বৈঠক

0
126

মো. নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়া জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নধীন তথ্যআপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার মাঠে ছাত্রীদের উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিভিন্ন বিষয়ক তথ্য তুলে ধরা হয় এবং মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা করা হয়।

(১১ এপ্রিল) সোমবার সকালে তথ্যআপা জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা ময়দানে গান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ নাথ সরকার বিমল, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গবর্নিং বডি সভাপতি আলহাজ্ব মারুফ হাসান জামী, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরাফত উল্লাহ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মনোয়ারুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মোঃ নুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা ১০০ জন ছাত্রী বিন্দু।