ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হত-দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ

0
120

ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে ৫০টি বকনা গরু বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন ঠাকুরগাঁও। রবিবার(১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান বনি আমীন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃহেমন্ত কুমার রায়,উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

এসময় ওয়ার্ল্ড ভিশনের সুবিধাভোগীরা বলেন,এই গরু পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।গরু কেনার মতো সামর্থ্য আমাদের ছিলনা।