মাগুরার গোপালগ্রামে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ


মতিন রহমান, মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রবিবার অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে দেখা যায় সেখানে টিসিবির পন্য বিতরণ করছে মেসার্স আসাদ এন্টারপ্রাইজ মাগুরা নামে একটি প্রতিষ্ঠান। সেখানে পণ্য নিতে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
নূর নাহার নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি ৬০০ টাকারও বেশি দিয়ে চার রকমের পন্য তৈল, ডাল, ছোলা, চিনি নিয়েছে। যেখানে অন্য ব্যাক্তিরা ৫৬০ টাকা দিয়ে একই রকম পন্যের প্যাকেজ পাচ্ছেন বলে জানান একাধিক ব্যাক্তিরা।
গরিব ও অসহায় ব্যাক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কারণে ভুক্তভোগীরা অসহায় ভাব প্রকাশ করেন। এদিকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে ঘটনাস্থল থেকে পন্য বিতরনের সময় গাড়িতে থাকা ব্যাক্তিরা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এলাকার সচেতন মহল জানায়, বরাদ্দ পাওয়া টিসিবির পন্য বিতরনে কারো কোনো ভোগান্তি না হয় এবং অতিরিক্ত টাকা গুনতে না হয় এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।