লঞ্চডুবিতে নিহত ১৪ জনের পরিবারকে অর্থ সহায়তা

0
100

বুড়িগঙ্গায় লঞ্চ ডুববিতে নিহত মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ১৪ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দূর্যোগ বব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদফতর এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের অডিটরিয়ামে নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ও আবদুর রহিম মিয়া প্রমুখ।

গত ২৯শে জুন ঢাকার বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জের কাঠপট্রি থেকে ছেড়ে যাওয়া মনিং বার্ড নামক লঞ্চটি চাঁদপুর গামী মযূর-২ নামক লঞ্চের ধাক্কায় ডুবে যায় এবং এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদের প্রায় সকলে মুন্সীগঞ্জের। এর মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার ১৪ জনের মৃতদেহ শনাক্ত করা হয়।