বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্কুল লাইব্রেরীর আসবাবপত্র বিতরণ

0
215

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে স্কুল লাইব্রেরিতে আসবাবপত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (মোড়েলগঞ্জ এপি)।

বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজলো নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এসময় বক্তৃতা দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ওয়ার্ল্ড ভিশন ভারপ্রাপ্ত ম্যানেজার রাফায়েল রায়, প্রোগ্রাম অফিসার, মোঃ নিজাম উদ্দিন, স্বপন হালদার প্রমুখ। আলোচনা শেষে ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি প্রাথমিক বিদ্যালয়ে ৪১টি চেয়ার ও ৯ বুকসেল বিতরণ করা হয়।