আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

বর্তমানে ইলন মাস্ক ২১৯ বিলিয়ন ডলার সম্পদের মালিক। যেখানে বেজোসের মোট সম্পদের মূল্য ১৭১ বিলিয়ন ডলার। ধনীদের তালিকায় শীর্ষ স্থান অর্জনের খবর ছড়িয়ে পড়তেই ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম এক লাফে ৩৩ শতাংশ বেড়ে গেছে। ফলে একদিনেই তার সম্পদ আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে।

শীর্ষ ধনীদের তালিকা ইলন মাস্কের জন্য আরও সম্পদের দুয়ার খুলে দিলেও দুঃসংবাদ শুনতে হয়েছে বেজোসকে। টেসলার শেয়ারমূল্য বৃদ্ধির দিনে অ্যামাজনের শেয়ারমূল্য উল্টো পড়ে গেছে ৩ শতাংশ।

এখন পর্যন্ত ৩৬তম বারের মতো শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করলো ফোর্বস। এবার সেই তালিকায় দুই হাজার ৬৬৮ ধনকুবেরকে স্থান দেয়া হয়েছে। তবে তাদের মোট সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। এ বছরে এসে ধনীদের মোট সম্পদ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর যা ছিলো ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। মহামারি, যুদ্ধ ও বিশ্ব বাজারের অস্থিতিশীলতাকে সম্পদ বৃদ্ধিতে ভাটার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button