দেশজুড়ে

ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা, বিভিন্ন মহলের অভিনন্দন

মামুনুর রহমান ঈশ্বরদী, (পাবনা): মেয়াদ উত্তীর্ণ হওয়া ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী ও
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা দিয়েছেন।

সংগঠনকে গতিশীল করতে দলীয় প্যাডে স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা

কমিটির ছাত্রলীগ সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান। পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান।

মঙ্গলবার রাতে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button