জাতীয়

আজ গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার ৩৪ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপে বসবে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে মতামত দেয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার সকাল ১১টায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মতামত নেয়ার জন্য সংলাপে বসবে কমিশন। এ জন্য ৩৪ জনকে সংলাপে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সব মহলের পরামর্শ নেয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিল। ২০১৭ সালের ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button