ভারতে ১৪ দিনে ১৩ বার বেড়েছে জ্বালানি তেলের দাম

0
99

ভারতে আবারও জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হয়েছে। এ নিয়ে গেল ১৪ দিনে ভারতে ১৩ বার বেড়েছে জ্বালানি তেলের দাম। সবমিলিয়ে ১৩ বারে লিটার প্রতি ৯.২০ রুপি তেলের দাম বাড়ানো হয়েছে।

এখন দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ১০৪.৬১ রুপিতে বিক্রি হচ্ছে। ডিজেলের দাম ঠেকেছে ৯৫.০৭ রুপিতে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পেট্রোলের দাম ১১৪.২৮ রুপি। আর ডিজেল বিক্রি হচ্ছে ১০০.১৮ রুপিতে।

ভারতের বাণিজ্য রাজধানী খ্যাত মুম্বাইয়ে পেট্রোলের দাম ১২০ রুপি ছুঁইছুঁই। ডিজেল ঠেকেছে ১০৪ রুপিতে। রাজ্যের ভর্তুকি দেওয়ার ওপর নির্ভর করে জ্বালানি তেলের দাম বিভিন্ন রাজ্যে হেরফের হলেও সব রাজ্যেই আজ মঙ্গলবার আবারও লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ানো হয়েছে।

সূত্র: এনডিটিভি