১৫ জানুয়ারি থেকে শুরু জনশুমারি ও গৃহগণনা

0
89

করোনা মহামারির একাধিকবার পিছিয়ে দেওয়া ষষ্ঠ জনশুমারি অবশেষে শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫ থেকে ২১ জুন। এ লক্ষ্যে সরকার ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এই শুমারি।

‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের পরিচালক দিলদার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন সারাদেশে জনশুমারি অনুষ্ঠিত হবে। তবে এর আগে মাঠপর্যায়ে কাজ শুরু করা হবে। সবার সহযোগিতায় একটা নির্ভুল জনশুমারি করা হবে।

এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা যাবে।