মানিকগঞ্জে তরমুজ বিক্রির অনিয়মে জরিমানা

0
93

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : সারাদেশে ভোক্তার অধিকার সঠিক রাখতে মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এবার মানিকগঞ্জে অধিক দামে তরমুজ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৭ থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে জেলার সদর উপজেলার ভাটবাউর কাঁচা মালের আড়ৎ, বাসস্ট্যান্ড ফলের বাজার, কাঁচা বাজার, মানিকগঞ্জ টাউন বাজারের ফলের বাজার ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান , ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে তরমুজ বিক্রয় , মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছেমতো দাম হাঁকানো ইত্যাদি অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মানিকগঞ্জ সদর ও ৩৮ ব্যাটালিয়ান আনসার, এ অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আরো বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।