নাগরপুরে বিশ্ব পানি দিবস ২০২২ পালিত

0
114

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বিশ্ব পানি দিবস ২০২২ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য-‘ Ground water making invisible visible. দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার (৪ এপ্রিল),নাগরপুর উপজেলা প্রশাসন বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ র‍্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, সহকারী প্রোগ্রামার হাবিব ওয়াহিদ সহ অন্যান্যরা।