ডাকাতি ও দস্যুতা মামলার ৫ জন পলাতক আসামি গ্রেপ্তার

0
323

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী থানাকে অপরাধ মুক্ত রাখার লক্ষ্যে মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত), রূপ কুমার সরকার এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সুলতান মাহমুদ, এসআই (নি:)মোঃ জাহাঙ্গীর কবীর, এএস আই মোবারক, এসআই জাহিদসহ থানার সঙীও ফোর্স ০৩/০৩/২০২২ তারিখে পলাশবাড়ী থানাধীন হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, দস্যুতা, চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী ১| মোঃ শাকিল (২১), পিতা মোঃ আনোয়ার হোসেন,সাং-দুবলাগারী, ২|মোহাম্মদ জুয়েল মিয়া(২৩), পিতা- মোঃ শামসুল মিয়া,গ্রাম জগন্নাথপুর, ৩|মোঃ রায়হান (২৮) , পিতা- মোহাম্মদ সাহেব আলী, ৪| মোহাম্মদ ইসমাইল (১৯),পিতা- মোঃ বাবলু মিয়া, গ্রাম- রামকৃষ্ণপুর, ও ৫|আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মেহেদী হাসান শুভ(১৭),পিতা- মোঃ নাদের হোসেন মন্ডল, গ্রাম-বাছিরডাঙ্গা, সর্ব থানা- পলাশবাড়ী,জেলা- গাইবান্ধা দের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পলাশবাড়ী থানার এফআইআর নং ১৫, তারিখ ১৫ ই জানুয়ারি ২০২২,জিআর নং-১৫/২২, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং পলাশবাড়ী থানার মামলা নং 4 তারিখ 3/4 /2022 ধারা 394 পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।