ঝুপরি ঘরে মানবেতর জীবন যাপন করছে ভিক্ষুক ময়েন উদ্দিনের পরিবার

0
231

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ দিন যায়,মাস যায়,বছর যায় ভাগ্য বদলায় না,ভিক্ষুক ময়েন উদ্দিনের পরিবারের। অসুখ -বেসুখ,আর অসহায়ত্ব নিয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। বলছি,উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে ভিক্ষুক ময়েন উদ্দিনের পরিবারের জীবন যাপনের কথা। অভাব যেন তার নিত্য দিনের সঙ্গী।

ভিক্ষুক ময়েন উদ্দিন দীর্ঘদিন অন্যের জায়গায় বসবাস করলেও গ্রামের কিছু হৃদয়বান মানুষের সহায়তায় ১০-১৫ বছর আগে ২শতক জমি ভাগ্যে মিললে ঝুপরি ঘর তৈরী করে বসবাস শুরু করেন। আজও সঙ্গী হয়ে আছে ওই ঝুপরি ঘর। ময়েন উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে তারাও ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে তাদেরমত জীবন যাপন করছে। ময়েন উদ্দিন বছর কয়েক হলো অসুস্থ। তার পরেও জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে ভিক্ষা বৃত্তি করে অভাব অনাটনে চলে সংসার।

এখন তার অসুস্থ শ্বাসুরীর চিকিৎসাসহ যাবতীয় সবকিছুই বহন করতে চচ্ছে তাকে, ভিক্ষুক ময়েন উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, হামার যে ঝুপরি ঘর আছে, তাত খুব কষ্টে থাকি হামরা। তোমাক কয়ে কি হবি, হামাগেরে কষ্টের কথা, শুনি সরকার নাকি পাঁকা ঘর দিচ্চে,সেই কথা শুনে চেয়ারম্যানের দ্বারে ঘুরছি।সে চেয়ারম্যানতো এবার উটপের পায়নি। হামাগেরে কপালে ওগুলা ঘর,টর নাই।

এদিকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষে ভূমিহীন,প্রতিবন্ধী, অস্বচ্ছল পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে পাঁকা ঘর উপহার দেয়ার সিদ্ধান্ত নেন।সেই মোতাবেক গোবিন্দগঞ্জ উপজেলায় কয়েক দফায় আশ্রয়ন-২প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় ৭২০টি ঘর বরাদ্দ দেয় সরকার। এরমধ্যে প্রায় ৪৭০টি ঘর বিভিন্ন সরকারী পুকুরপাড়ে বসবাসরতদের মাঝে বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। এখনও ২৫০টি ঘরের কাজ চলামান আছে।শুধু সরকারী পুকুর পাড়ে বসবাসরতরাই নয়, সঠিক যাচাই-বাচাই এর মাধ্যমে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার আনাচে- কানাচে ছড়িয়ে-ছিঁটিয়ে থাকা ভিক্ষক ময়েন উদ্দিনরাও যেন পায়,পাঁকা ঘর।এমনটাই প্রত্যাশা করেন সচেতন এলাকাবাসী।