করোনার নতুন ধরন ‘এক্সই’ সম্পর্কে যে সতর্কবার্তা দিল ডাব্লিউএইচও

0
109

যুক্তরাজ্যে করোনার নতুন একটি ধরনের সন্ধান পেয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। অন্য সব ভ্যারিয়েন্টের তুলনায় করোনার নতুন ধরন এক্সই অনেক বেশি সংক্রমক হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওমিক্রন ভ্যারিয়েন্টের স্ট্রেন বিএ.১ ও বিএ.২ এর মিউটেশনের ফলে এক্সই ‘রিকম্বিন্যান্ট’ ভ্যারিয়েন্টের সৃষ্টি হয়েছে।

রিকম্বিন্যান্ট মিউটেশন তখনই দেখা দেয় যখন একজন রোগী কোভিডের একাধিক ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়। নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের তুলনায় ১০ গুণ দ্রুত ছড়ায় বলেও সতর্ক করেছে ডাব্লিউএইচও।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন। ২২ মার্চ পর্যন্ত ৬৩৭ জনের শরীরে ‘এক্সই’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে খুব দ্রুত সংক্রমিত করতে পারলেও এক্সই ভ্যারিয়েন্ট তেমন প্রাণঘাতি নয় বলেই গবেষকরা ধারণা করছেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিপেন্ডেন্ট