শাহজাদপুরে উদ্বোধন হলো জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক

0
232

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রা শুরু করলো জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক এন্ড রেস্টুরেন্ট। উপজেলার পোরজনা ইউনিয়নের বাঁচড়া গ্রামে এ পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার প্রতিনিধি, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান।

আবু হানিফের সঞ্চালনায় উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, মুম্তাক আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, জেনারেল ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিঃ, রুহুল আমিন, অধ্যক্ষ, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ প্রমূখ। বক্তারা শাহজাদপুর তথা অত্র অঞ্চলের মানুষের জন্য এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র স্থাপন করায় সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।