ফুলছড়িতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

0
94

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাজার থেকে পান-সুপারি নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আতিকুর রহমান (১২) নামের এক কিশোরের। নিহত আতিকুর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাকু মিয়ার ছেলে।

শুক্রবার (১এপ্রিল)সকাল সাড়ে ১০টার দিকে হোসেনপুর তেতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ট্রাকটিকে আটক করে।

স্থানীয়রা জানান, বাজার থেকে পান-সুপারি নিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় আতিকুর হোসেনপুর তেতুলতলা নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৪১৫৪) বালাসীঘাটমুখি ওই বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আতিকুর নিহত হয়।

স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক ড্রাইভারকে আটক করতে পারিনি। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থল মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ফুলছড়ি থানার ওসি কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।