প্রবাস

মন্ট্রিয়লের ২৫শে মার্চ গণহত্যা দিবসে আলোর মিছিল

১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। এক ভয়াল ভয়ঙ্কর নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত এই রাত। পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিত পন্থায় বাঙালি হত্যার মহোৎসবে মেতে উঠেছিল। রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। সেই পরিকল্পনা বাস্তবায়নে ২৫শে মার্চ পাক-হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

“২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস” স্বীকৃতির জন্যে সংগ্রাম করে আসছে সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডা ২০১৫ সাল থেকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি বছর মন্ট্রিয়ল শহরের বাঙালি অধ্যুষিত এলাকা পার্ক মেট্রোর সামনে মোমবাতি প্রজ্জলনে হাতে প্ল্যাকার্ড নিয়ে আলোর মিছিল করে থাকে।

২৫শে মার্চ ২০২২ শুক্রবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভেজা সন্ধ্যায় পার্ক মেট্রোর সামনে মোমবাতি প্রজ্জলনে আলোর মিছিলের আয়োজন করেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডা। জোট সভাপতি হাসান জাহীদ কমল গণহত্যা দিবসের প্রেক্ষাপট বর্ণনা করেন।

উপস্থিত সকলেই দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষনার জন্যে জাতিসংঘের প্রতি আবেদন জানায়।
বক্তব্য রেখেছেন বাকি বিল্লাহ বকুল, মাহবুবুর রহমান ভুঁইয়া, দিদার ভুঁইয়া, মাইনুর রহমান সরকার, সুপ্রীম সিকদার,শামীম আরা জাহীদ রীমা, সুকমল বিশ্বাস, বিনয় মৈত্র, অ্যান্থনী প্রবীর গোমেজ, জেনিফার গোমেজ, জাহিদুল এইচ পি আলম, পাপিয়া সমীর, শামীমা ভুঁইয়া,সীমা হাওলাদারসহ অনেকেই।
দেশপ্রেমে বাবা মায়ের হাত ধরে এসেছিল শিশু
ক্রীস, ম্যাথুউ, জেস।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button