দেশজুড়ে

শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পানিতে ডুবে আড়াই বছর বয়সী মো. সামির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর রাঢ়িখাল বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। সামির উত্তর রাঢ়িখালের স্বাস্থ্যকর্মী সানোয়ার হোসেনের পুত্র। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা জায়, শিশুটির মা সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকার সুবাদে কোন এক ফাঁকে সামির খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোজাখুঁজির পর পুকুর থেকে সামির মরদেহ উদ্ধার করে হয়। রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি উৎপল আহমেদ পল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামির বাবা সানোয়ার হোসেন আমার প্রতিবেশী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button