নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

0
201

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিয়ান গ্রামের শিকদার বাড়ির মোঃ রফিক উদ্দিন শিকদারের পুত্র তোহাদ মিয়া (১৭) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন।

জানাযায়, তোহাদ গত শনিবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হোসেনপুর বাজারে যাওয়ার পথে বিন্নাটি নামক স্থানে অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় দুই দিন যাবৎ সেখানে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) সকাল সারে দশটার দিকে মৃত্যু বরণ করে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভগ্নীপতি রামজীবনপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বছির উদ্দিন আকন্দ জানান, ছেলেটি খুবই শান্ত স্বভাবের ছিল। তার মৃত্যুতে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত তোহাদ মিয়া পাশ্ববর্তী উপজেলার হোসেনপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দশম শ্রেনীর ছাত্র ছিলো।