ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিবেচনা করছে জার্মানি: স্কোলজ

0
102

সম্ভাব্য রুশ আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা বিবেচনা করছে জার্মানি। রোববার দেশটির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এ কথা জানিয়েছেন।

জার্মানি ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে কিনা জানতে চাইলে তিনি পাবলিক ব্রডকাস্টার এআরডিকে বলেন, “অবশ্যই এটা এমন একটা বিষয়, যা নিয়ে আমরা আলোচনা করছি এবং সঙ্গত কারণেই।”

তবে, বার্লিন ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিবেচনা করছে, তা উল্লেখ করেননি জার্মান চ্যান্সেলর।

এদিন সাংবাদিকরা যখন জানতে চান যে, জার্মানি তার বিদ্যমান প্যাট্রিয়ট ব্যাটারির চেয়ে দীর্ঘ পরিসরের একটি ব্যবস্থা কিনতে চায় কিনা।

জবাবে স্কোলজ বলছিলেন, “এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে যে, আমাদের একজন প্রতিবেশী আছে, যারা তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য সহিংস হতে প্রস্তুত।”

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জার্মানি তার প্রতিরক্ষা নীতি পরিবর্তন করেছে। সেনাবাহিনীর জন্য আরও কয়েক বিলিয়ন ডলার ঘোষণা করেছে এবং জিডিপির ২ শতাংশ ন্যাটোকে সামরিক ব্যয়ের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র- বিবিসি।