মোটা চালের দাম দেড় মাসে এক টাকাও বাড়েনি : কৃষিমন্ত্রী

0
94
ফাইল ছবি।

গত দেড় মাসে মোটা চালের দাম এক টাকাও বাড়েনি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। রোববার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, পত্রিকায় দেখছি। প্রতিদিনই আপনারা দেখাচ্ছেন-চালের দাম বেশি। গত দেড় মাস ধরে মোটা চালের দাম এক টাকাও বাড়েনি। ৪০ থেকে ৪৫ টাকা কেজি। তিনি বলেন, সরকার ৪০ টাকা দরে মোটা চাল কিনতে পারলে, বাজারে ৪৫ টাকার বেশি হতে পারে না।

সরু চালের দাম বেশি হওয়ার কারণ হিসেবে কৃষিমন্ত্রী বলেন, সরু চালের চাহিদা অনেক। নিম্ন আয়ের মানুষও সরু চাল চায়। তাই ঘাটতি রয়েছে। দামটা বেশি, ৬০-৬৮ টাকা কেজি।

আমেরিকা ও ইউক্রেন থেকে খাদ্য লাগবে না জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, খাদ্য গুদামে বর্তমানে দেশের ইতিহাসের সর্বোচ্চ মজুত রয়েছে, ১৯ লাখ টন। এ ছাড়া পেঁয়াজের দাম আরও কমবে বলেও দাবি করেন মন্ত্রী। আলোচনার সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।