চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

0
306

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার লাখেরাজপাড়ায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করে।

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজ পাড়ার স্টেশন রোড এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।আটককৃত আরিফুল ইসলাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার মৃত এরোম আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের লাখেরাজপাড়ার স্টেশন রোড এলাকার নূর স্যানিটারীর গোডাউনের পেছনে গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।