কিয়েভে রোববারের কারফিউ বাতিল ঘোষণা

0
102

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ইউক্রেনের রাজধানীতে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত যে কারফিউ জারির ঘোষণা করেছিলেন, তা বাতিল করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ভিটালি ক্লিটসকো এক বিবৃতিতে বলেন, “সামরিক কমান্ডের কাছ থেকে নতুন তথ্য পেয়েছেন”। এছাড়া এই পরিবর্তনের কোনো কারণ জানাননি তিনি।

এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র জানান, আজ (শনিবার) রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্বাভাবিক রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। তবে জনগণ “রোববার দিনের বেলায় কিয়েভের চারপাশে অবাধে চলাফেরা করতে পারবে”। এমনকি শিশুরাও এইদিন পার্কে যেতে পারবে বলেও জানান তিনি।

এর আগে স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৮টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলেই ঘোষণা দিয়েছিলেন মেয়র ভিটালি ক্লিটসকো।

রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা আরও জোরদার করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তখন উল্লেখ করেন তিনি। সূত্র- বিবিসি।