দেশজুড়ে

শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আনন্দ র‌্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার দেউলভোগে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শেখ মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সদস্য মিনহাজুল ইসলাম মিনহাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর ইউপি সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button