দেশজুড়ে

যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা সহকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, র‌্যালী, বীরমুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।

বিশেষ অতিথি পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া, অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা মোঃ মিজানুর রহমান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির বক্তব্য রাখেন।

এছাড়া মুক্তিযোদ্ধাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button