দেশজুড়ে

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে হিলিতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ ২৬ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে শহীদ বেদীতে উপজেলা প্রশাসন, পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর পর সকাল সাড়ে ৭ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যলয়ে সামনে বাংলাদেশ আওয়ামীলীগ হাকিমপুর পৌর শাখার উদ্যোগে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, হাকিমপুর পৌর যুবলীগের সভাপতি মাহামুদুল হাসান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তহিদ, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারন সম্পাদক মাহবুব আলমসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button