রাজধানী

সন্ত্রাসী হামলায় নিহত টিপুর জানাজায় অংশ নিয়েছেন মেয়র তাপস

বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপুর নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ দুপুর আড়াইটায় মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই নামাজে জানাজায় অংশ নেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস। জানাজা শেষে মেয়র মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত জাহিদুল ইসলাম টিপুর শাহজাহানপুর ঝিলবাগিচা এলাকার বাসায় যান এবং মরহুমের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, পুত্র-কন্যাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তাদের প্রতি সহানুভূতি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button