ইউক্রেন-রাশিয়া কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে: এরদোগান

0
92

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া-ইউক্রেন বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ব্রাসেলসে ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের এরদোগান এই তথ্য জানান। এরদোগান বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনার মতো ৬টি বিষয় রয়েছে। এর মধ্যে চারটি বিষয়ে তাদের মধ্যে মতের মিল হয়েছে বলে মনে হয়েছে। এ সময় তিনি জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সপ্তাহের শেষ দিন রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি টেলিফোন করবেন।

এরদোগান বলেন, কয়েকটি বিষয়ে ইউক্রেন দ্বিধায় ছিল। জেলেনস্কি পরবর্তীতে ‘ন্যাটো’ সদস্য হওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার সম্ভাবনার কথা জানিয়েছেন। এছাড়া রুশ ভাষা ইউক্রেনের সরকারি ভাষা হিসেবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে বড় কোনো সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত চুক্তির জন্য গণভোট আয়োজনের কথা বলেছেন জেলেনস্কি। এরদোগান বলেন—জেলেনস্কির এই বক্তব্য বিচক্ষণ নেতৃত্বের (স্মার্ট লিডারশিপ উদাহরণ।