খেলাধুলা

ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েও অজিদের কাছে হারল বাংলাদেশ

এর আগে কখনো ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়নি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার দেখায় অজিদের কাছে হারলেও একটা বার্তা দিয়ে রাখতে পেরেছে জিগার-সালমারা। সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেও বেথ মানের অপরাজিত অর্ধশতকে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

টাইগ্রেসদের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সালমা খাতুনের ঘূর্ণি সামলাতে গিয়েই টালমাটাল হয়ে পড়ে অজি টপ-অর্ডার। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ২২ রানের মাথায় সালমা’র বল বাউন্ডারি মারতে গিয়ে জাহানারার হাতে ক্যাচ দেন অ্যালেসা হ্যালি (১৫)।

এক রান পর অধিনায়ক মেগ লানিংকেও হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৭ রানের মাথায় লানিংকেও সাজঘরে ফেরান সালমা। এরপর ২৬ রানের মাথায় আবারও সালমার আঘাত। ওপেনার রাচিল হ্যানিসকে ৭ রানে ফেরান।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়া অজিদের চতুর্থ উইকেট তুলে নেন নাহিদা আকতার। তাজিলা ম্যাকগ্রাথকে ৩ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে।

দলীয় ৭০ রানের মাথায় রুমানা আহমেদের বলে বোল্ড হন ১৩ রান করা অ্যাশলে গার্ডনার। এই উইকেট নিয়ে রুমানা পূর্ণ করেন ওয়ানডেতে ৫০ উইকেট। ৫ উইকেট হারিয়ে ফেলার পর মানে ও সাদারল্যান্ডের অবিচ্ছেদ্য ৬৬ রানের জুটি ম্যাচ বের করে আনে সহজে।

৬৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। মানে অপরাজিত থেকেছেন ৬৬ (৭৫) রানে। সাদারল্যান্ডের ব্যাটে আসে ৩৯ বলে ২৬ রান। বাংলাদেশের পক্ষে ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা। ১টি করে উইকেট নেন নাহিদা আকতার ও রুমানা আহমেদ।

এর আগে সকালে বৃষ্টি বিঘ্নিত ৪৩ ওভারের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১৩৫ রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আকতারের জুটি ভাঙে দলীয় ৩৩ রানের মাথায়। মুর্শিদাকে ১২ (১৭) রানে ফেরান অ্যাশলে গার্ডনার।

তিনে ব্যাট করতে নামা ফারজানা হকের ব্যাটে আসে ৮ রান, ফেরেন অ্যানাবেল সাদারল্যান্ডের বলে ক্যাচ দিয়ে। তবে ৮ রান করে দেশের হয়ে ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেন ফারজানা। ছন্দে থাকা শারমিন আকতারকে ২৪ (৫৬) রানের মাথায় এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান জেস জোনাসেন।

অধিনায়ক নিগার সুলতানা রান তুলতে ব্যর্থ হন এই ম্যাচেও। ৩০ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জোনাসেনের বলে ক্যাচ দিয়ে। রুমানা আহমেদ ও লতা মণ্ডলের জুটিটা আশা দেখাচ্ছিল বড় রানের। তবে ৩৩ রান করে জুটি ভাঙে রুমানার ১৫ রানে বিদায়ে। এরপর সালমা খাতুনকে নিয়ে ৩৬ রানের জুটি বাঁধেন লতা। ৬৩ বলে ৩৩ রান করা লতাকে ফেরান স্কাট। সালমার ব্যাটে করেন ২৩ বলে অপরাজিত ১৫ রান।

অজিদের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন। ১ উইকেট করে নেন মেগান স্কাট ও অ্যানাবেল সাদারল্যান্ড।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button