সূচকের সামান্য উত্থানে লেনদেন কমেছে

0
104

গত দুই কার্যদিবসে পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার নামমাত্র উত্থান হয়েছে পুঁজিবাজারে। আজ পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫২ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৬১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭১টির এবং ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ২০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।