গোবিন্দগঞ্জ থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান

0
194

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম গোবিন্দগঞ্জ থানা কে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় থনার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন কে সম্মাননা স্মারক প্রদান করেছেন। গতকাল বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এছাড়াও ,ক্লুলেস প্রতিমা ভাংচুর মামলার উৎঘাটন করায় এসআই /সঞ্জয় কুমার সাহাকে, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী এ এস আই /আসাদুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন এই সম্মাননা দেওয়ায় এসপি স্যার সহ সকল সিনিয়র স্যারদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে গোবিন্দগঞ্জ থানা ও বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত প্রিয় সহকর্মী পেশাদারিত্বের সঙ্গে কাজ করায় এই সফলতা। সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।