দেশজুড়ে

মাগুরার হাজরাপুরে খামার থেকে কৃষকের গরু চুরি

মতিন রহমান, মাগুরা : মাগুরার সদরের হাজরাপুর গ্রামে চাষী রবিউল ইসলাম নামে এক কৃষকের গরুর খামার থেকে গতরাতে দুটি গরু চুরি হয়ে গেছে। তিনি হাজীপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

চাষী রবিউল ইসলাম জানান, সম্প্রতি এই এলাকায় কৃষকদের গরু চুরির হিড়িক পড়েছে। কৃষকরা তাদের গোয়াল ঘরে শিকল ও তালা দিয়ে আটকে রাখার পরও চোরের দল কৌশলে শিকল কেটে গরু গুলি চুরি করে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এ এলাকায় এ ধরনের বেশকিছু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশে খবর দেওয়ার পরেও তেমন কোনো পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না । এর ফলে খামারিরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। অনেকেই তাদের খামার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

রবিউল জানান – বুধবার দিবাগত রাতে রাতে তার গরুর খামারে তালাবদ্ধ করে তিনি ঘুমাতে যান। রাতে কোনো এক সময়ে চোরের দল তার খামারের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যমানের দুটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button