ধামরাইয়ে আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
97

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের বাসুয়াখোলা ঐতিহাসিক খেলার মাঠ প্রাঙ্গনে আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার (২২শে মার্চ -২০২২) সকালে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসুয়াখোলা আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাঈন উদ্দিন মিয়া এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন,
প্রধান পৃষ্ঠপোষক মোঃ শাহানুর রহমান (শানু) (ব্যবস্থাপনা পরিচালক, আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুল) বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান সেলিম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডঃ সাইদুর রহমান সেলিম,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,সুয়াপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় সাহা।