নীলফামারীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
134

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা সদরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে গোড়গ্রাম ইউনিয়নের ছাত্তারের মোড় এলাকার মমিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ওই এলাকার রজব আলীর ছেলে মমিনুর রহমান(৩২) ও ছলেমান গনির ছেলে বাবুল হোসেন(২৬)। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, মমিনুর রহমানের কাছ থেকে ১৫পিচ ইয়াবা ও বাবুলের কাছ থেকে এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক আব্দুর রহিম জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নীলফামারী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, তারা চিহিৃত মাদক ব্যবসায়ী এরমধ্যে মমিনুরের নামে আগের আরো পাঁচটি মামলা রয়েছে।